ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতুতে ক্যামেরা বসছে ডিসেম্বরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১১ জুলাই ২০২২

পদ্মা সেতুতে আগামী ডেসেম্বরে ক্যামেরা লাগানোর কাজ শেষ হবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ।

এরই মধ্যে অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের (এটিএমএস) মাধ্যমে সেতুতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ক্যামেরা স্থাপন টোল ও সেতুর সংরক্ষণ আধুনিকায়নে জরিপ শেষ হয়েছে। এখন চলছে নকশা প্রণয়নের কাজ। 

এই পদ্ধতিতে কন্ট্রোল রুম থেকে সেতুর অপারেশন ও ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, ‘মনিটরিংয়ের সঙ্গে সঙ্গে গাড়ির নাম্বার প্লেট, আইডেন্টিফিকেশন, গাড়িটি কত কিলোমিটার বেগে যাচ্ছে সবকিছুই জানা যাবে। এই জিনিসগুলোর কাজ চলছে, নকশা পর্যায়ে আছে। আশা করছি পুরো সিস্টেমটা ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারব।’

সেতুটি সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন তারা দেখবে কত মিটার পরপর ক্যামেরা বসবে। এছাড়া বর্তমান বাজারে যে সর্বোচ্চ পিকজেল বা রেজুলেশন আছে সেসব বিবেচনায় নিয়ে ক্যামেরা তারা নিয়ে আসবে।

এছাড়া সেতুতে কিছু খুঁটিনাটি কাজও চলছে। তাই যানবাহনের গতিসীমা কমিয়ে ৮০ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে।

পুরো সেতুকে এটিএমএস-এর আওতায় আনতে ছয় মাস সময় লাগবে।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি