ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ঢাকায় দূতাবাস স্থাপন করবে পর্তুগাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১৮ নভেম্বর ২০২২

পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সচিব ড. ফ্রান্সিসকো আন্দ্রে জানিয়েছেন, পর্তুগালে বাংলাদেশি অভিবাসী বাড়তে থাকায় ঢাকায় দূতাবাস স্থাপনের কথা ভাবছে দেশটি।

তিনি বলেন, ঢাকায় দূতাবাস স্থাপিত হলে বিভিন্নখাতে অভিজ্ঞতা সম্পন্ন কর্মী পর্তুগালে যাওয়ার সুযোগ থাকবে। 

দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে মন্তব্য করে তিনি জানান, সৌর এবং জলবিদ্যুৎ নির্ভর জ্বালানিখাতে পর্তুগালের অভিজ্ঞতা নিতে পারে বাংলাদেশ।

এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও পর্তুগাল বাংলাদেশকে সমর্থন করে জানিয়ে আন্দ্রে বলেন, আগামী ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের এশিয়ান সামিটে রোহিঙ্গা ইস্যু নিয়ে আবারও আলোচনার সুযোগ তৈরি হবে। তখন বাংলাদেশের প্রতি পর্তুগালের সমর্থন থাকবে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি