ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

আকাশে অদ্ভুত আলোর রহস্য জানা গেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৬ ডিসেম্বর ২০২২

বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকাশে উড়তে থাকা একটি আলোকিত বস্তুকে দেখা গেছে। সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতুহল তৈরি হয়। এবার সেই অদ্ভুত আলোকিত বস্তুর রহস্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দেখতে পাওয়া এই অদ্ভুত আলোর বস্তুটিকে অনেকেই প্রথমে ভিনগ্রহের প্রাণী অথবা UFO মনে করলেও আদতে এটি ছিল একটি ক্ষেপণাস্ত্র।

বাংলাদেশের সাতক্ষীরা, রাজশাহী, পিরোজপুরসহ অনেক জেলা থেকেই এমন আলোকিত বস্তু দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও ভারতের কলকাতার বিভিন্ন জেলা থেকে আকাশে দেখা যায় এই আলোকিত বস্তু।

সেখানকার গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের উড়িষ্যার চাঁদপুর থেকে অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপন করা হয়। এই ধরণের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন এই প্রথম রাতে করল ভারত।

যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

ডিআরডিও’র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। তা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সম্মুখ সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং চীনের সেনারা। এরমধ্যে ভারতের অগ্নি-৫-এর মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি