ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

নতুন কমিটি নিয়ে কাল টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী (ভিডিও)

একরামুল কবীর, গোপালগঞ্জ থেকে

প্রকাশিত : ১০:৪০, ৫ জানুয়ারি ২০২৩

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুত বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আশপাশের এলাকায় করা হয়েছে নানামুখী উন্নয়ন কাজ। 

শুক্রবার টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করে শনিবার দলীয় প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা করার কথা রয়েছে।

ঘরের মেয়ে শেখ হাসিনাকে কাছে পাওয়ার আনন্দে ভাসছেন টুঙ্গিপাড়ার মানুষ।

প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।

টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, “প্রধানমন্ত্রী যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারেন সেজন্য টুঙ্গিপাড়া পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।”

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, “যত কর্মসূচি আছে টুঙ্গিপাড়া-গোপালগঞ্জবাসী তা সফলতার সঙ্গে সম্পন্ন করবে।”

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন, “আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানাবো। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।”

দুই দিনের সফর শেষে শনিবারই প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি