ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪

ঢাকার বায়ুর মান ঠিক করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২১ জানুয়ারি ২০২৩

ঢাকার বায়ুর মান ঠিক করতে হাইকোর্টের দেয়া ৯ দফা নির্দেশনা শিগগিরই বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশ বাাঁচাও আন্দোলন-পবা। 

রাজধানীতে এক সেমিনারে আলোচকরা বলেন, গেল কয়েক বছর ধরেই ঢাকা বায়ু দুষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে। উন্নয়ন কাজে সঠিক ভাবে তদারকি করার পাশাপাশি ধুলা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের আরো নজর দেয়ার তাগিদ দেন তারা।

একই সাথে রাজধানীতে ফুটপাথ, আইল্যান্ডে এমন গাছ রোপন করতে হবে যা বেশি মাত্রার কার্বন গ্রহণ করতে পারে। এছাড়া পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া টায়ার পোড়ানো ও ব্যাটারি রিসাইকেল নিষিদ্ধ করার দাবিও সংগঠনটির। 
  

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি