ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

বৃহস্পতিবার থেকে ছাড়া হচ্ছে ১০০০ টাকার নোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। 

পরবর্তীতে সেটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রিয় ব্যাংক। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি