ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

জমজমাট একুশে বই মেলার শেষ শুক্রবার

মানিক শিকদার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২১:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

সকালে শিশু প্রহরে কচি কাঁচাদের বাঁধ ভাঙা উচ্ছাস, আর বিকেল থেকে সব বয়সী মানুষের ভিড়ে জমজমাট একুশে বই মেলার শেষ শুক্রবার। প্রিয় লেখকের বই ও অটোগ্রাফ পেতে রীতিমতো লাইনে দাঁড়াতে হয়েছে পাঠকদের। প্রচুর জনস্রোত থাকলেও বেচাকেনা নিয়ে লেখক প্রকাশকদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

এবারের বই মেলার শেষ শুক্রবার। সকাল থেকে অভিভাবকরা শিশুদের হাত ধরে নিয়ে এসেছেন প্রাণের মেলায়।  

মেলায় এসে পছন্দের বই পেয়ে উচ্ছাস প্রকাশ করে ক্ষুদে পাঠকরাও। আর বাড়তি পাওয়া টুকটুকি, হালুম, ইকরি আর শিকুদের নাচ-গান। 
বেলা বাড়ার সাথে সাথে রাজধানী-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পাঠক-দর্শনার্থী আসতে থাকেন প্রাণের মেলায়।

প্রিয় লেখকের বই কিনে সেই বইয়ে লেখকের ভালবাসার ছোয়া পেতে দীর্ঘ লাইনে দাঁড়ান পাঠকরা।

বাংলা একাডেমী প্রাঙ্গনে এ বছর প্রকাশিক ৩০ টি ব্রেইল বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এখানে অংশ নেন দৃষ্টি প্রতিবন্ধী অনেক পাঠক-লেখক। সবার জন্য জ্ঞানের আলো ছড়াতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

সন্ধ্যার পর উপচে পড়া ভিড় মেলায়। বিদেশিরাও উচ্ছাস প্রকাশ করেন মেলা নিয়ে।

ছুটির দিয়ে প্রায় সব স্টল প্যাভিলিয়নে লেখকরা উপস্থিত থেকে কথা বলেন নিজেদের বই নিয়ে।

তবে প্রকাশকরা বলছেন, দর্শনার্থীর উপচে পড়া ভিড় থাকলেও পাঠক কম।

আর বেচাকেনা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানান প্রকাশক ও বিক্রেতারা।    

এসবি/ 
    


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি