ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

জ্বালানি খাতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সৌদির (ভিডিও)

তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১১ মার্চ ২০২৩

দেশের বিদ্যুৎ, জ্বালানি, লজিস্টিকস ও কৃষিখাতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব। চলমান বিজনেস সামিটে দেশটির সাথে ৪টি সমঝোতা স্বাক্ষর সই হয়েছে। এদিকে, জ্বালানি, বিদ্যুৎসহ কৃষি-প্রক্রিয়াকরণ ও ই-কমার্স খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট। 

এতে অংশ নেন বাংলাদেশ-সহ একাধিক দেশের মন্ত্রী, ব্যবসায়ী নেতা ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, অর্থনীতির বিকাশ, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ এবং নানা খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতেই এই আয়োজন বলছে এফবিসিসিআই।

এফবিসিসিআই সভাপতি বলেন, “বাংলাদেশের যে সক্ষমতা, বাংলাদেশে যে অনেক ভালো জিনিস আছে সে গল্পগুলো তুলে ধরার জন্যই এই সামিট।”

সামিটের বিভিন্ন সেশনে অংশ নেন সৌদি আরব, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশের সম্ভাবনা অনেক মন্তব্য করে সৌদি বাণিজ্যমন্ত্রী এদেশের জ্বালানি, বিদ্যুৎ, বন্দর, কৃষিখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। দক্ষ মানবসম্পদ তৈরিতে সহযোগিতার কথাও জানান তিনি। 

জ্বালানি খাতে সৌদি আরব অন্তত ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশাবাদী, বাংলাদেশী-সৌদি আরব দীর্ঘপথ একসঙ্গে যেতে পারবো।”

চীন, ভূটানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগের জন্য দেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে আলোচনা হয়। 

বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে বিনিয়োগের জন্য তারা খুবই আগ্রহী।”

বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ শেষ হবে ১৩ মার্চ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি