ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২৫ জুলাই ২০২৪ | আপডেট: ১২:২৬, ২৫ জুলাই ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শনে যান তিনি। 

কিছু সময় সেখানে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় অগ্নিসংযোগের শিকার মেট্রোরেল স্টেশনটিও ঘুরে দেখেন তিনি।

এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) মেট্রোরেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা চালায় নাশষকতাকারীরা। এতে অচল হয়ে পড়ে স্টেশন দুটি। 

ভাঙচুর করা হয় স্টেশনের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। 

পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি গঠন করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টার পর থেকে বিক্ষোভকারীদের একটি অংশ মিরপুর ১০ নম্বরের স্টেশনের ডি গেট এবং এ গেট ভেঙে প্রায় ৩০০ জনের মতো প্রবেশ করেন। স্টেশনে গিয়ে যে যা পান সেগুলো ভাঙচুর করেন। নাশকতাকারীদের তাণ্ডবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন ধ্বংসস্তুপে পরিণত হয়। সব কিছু ভেঙে চুরমার করে দেয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীকি গুরুত্বপূর্ণ অনেক কিছু তারা নিয়ে চলে গেছে। যে জিনসগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তার অধিকাংশই মেরামতযোগ্য নয়।  

এম এ এন ছিদ্দীকি বলেন, ঠিক করতে ন্যূনতম এক বছর বা তার বেশিও লাগতে পারে। কারণ এগুলো অর্ডার দিয়ে প্রোডাকশন করতে হয়।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি