ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বাড়ছে না বিদ্যুৎ ও গ্যাসের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১৯ আগস্ট ২০২৪

জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম এখনই বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফায়জুল কবির খান। 

রোববার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা। 

জ্বালানি উপদেষ্টা জানান, বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ আইনের অধীন চলমান সব কার্যক্রম আপাতত স্থগিত করা হলেও দায়মুক্তি বিধান আইনে চুক্তিগুলো বহাল থাকবে। তবে চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির কার্যক্রমও বন্ধ থাকবে। প্রয়োজন হলে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে শুনানি করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান সরকারের কাজই জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন উল্লেখ করে তিনি বলেন, বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে। তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যা দুর্ভোগ আরও বাড়াবে। আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না। প্রয়োজন হলে কমিশন সবার সঙ্গে কথা বলে তার নীতিমালা অনুসরণ করে সিদ্ধান্ত নেবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক তা হবে তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন থাকবে বলে জানান এই উপদেষ্টা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি