ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন সেনাবাহিনীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ৩০ আগস্ট ২০২৪

গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করেছে সেনাবাহিনী। তারা অভ্যন্তরীণ দুর্নীতির তদন্তও করবে। শুক্রবার সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য গণমাধ্যমকে জানায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের ব্যাপারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্ত প্রক্রিয়াটি একটু ধীরগতিতে চলছে। এখানে বেশকিছু বিষয় নিয়ে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার গুমবিরোধী সনদে সই করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গুমের ঘটনা তদন্তে একটি কমিশনও গঠন করা হয়েছে। গুমের শিকার পরিবার ও মানবাধিকারকর্মীরা এসব গুমের ঘটনায় র্যা ব ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে অভিযুক্ত করে বিচার দাবি করে আসছে। 

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি