ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের তাগিদ বিদ্যুৎ উপদেষ্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক, মহাসড়ক ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ে ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রোববার উপদেষ্টার দপ্তর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছতা সাধন করতে হবে, ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে। প্রয়োজনে কার পুলিং করতে হবে, উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে এবং ইতোপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেয়া হয়েছে তা দ্রুততার সাথে কার্যকর করতে হবে।

এ নির্দেশনাবলী উপদেষ্টার আওতাধীন তিনটি মন্ত্রণালয় ও পাঁচটি বিভাগ এবং তাদের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা, কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি