ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৮:৫২, ৮ সেপ্টেম্বর ২০২৪

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব গুমের ঘটনা তদন্তে গঠিত কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর (বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ডসহ) সদস্যদের দ্বারা সংঘটিত জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে।

কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ৮ সেপ্টেম্বর, বেলা ১১টায় গুলশানে কমিশনের কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন কমিশনের প্রধান, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনের সব সদস্য সভায় উপস্থিত ছিলেন, এবং গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের কার্যক্রম প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পরিচালিত হবে, সরকারি ছুটির দিন ব্যতীত।

গত ২৭ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে গঠিত এই কমিশনটি ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্ত করবে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি