ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ভারী বৃষ্টির আভাস, ৮ জেলায় বন্যার শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৪

আগস্টের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বর্ষণের ফলে আগামী সপ্তাহে দেশের আট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দেশের ভেতরে এবং উজানে ভারী বৃষ্টির কারণে আগামী তিনদিনে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কেন্দ্র আরও জানায়, দেশের প্রধান নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে, ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সমতল বাড়ছে। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানিও আগামী তিনদিনে বাড়তে পারে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি