ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

হোটেল কর্মচারী হত্যা: আসাদুজ্জামান নূর-মাহবুব কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৮:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৪

হোটেল কর্মচারী মো. সিয়াম সরদার হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন।

সকালে তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা, উপপরিদর্শক আব্দুর রহমান, তাদের কারাগারে রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রবিবার রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর নিহত সিয়ামের বাবা মো. সোহাগ সরদার ১১৪ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি