ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রাজারবাগে ৫ আগস্টের পর বিক্ষোভ করা পুলিশদের বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর রাজারবাগে  ৫ আগস্টের পর বিক্ষোভ করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা হয়েছে। এরই মধ্যে এ মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহকর্মীদের উস্কানি দিয়ে পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের দুই সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

সাইবার নিরাপত্তা আইনে শাহজাহানপুর থানায় দায়ের করা এ মামলার আসামিরা হলেন, যশোর পুলিশ লাইনের কন্সটেবল শোয়াইবুর রহমান (৩২) ও রাজারবাগ পুলিশ লাইনের কন্সটেবল সজিব সরকার (২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খায়রুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তবে রিমান্ড শুনানিতে আসামিরা অভিযোগ করেন, স্বাধীন পুলিশ কমিশন চেয়ে ফেসবুকে লাইভ করার জন্যই তাদের এ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি