ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশকে ৪২ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ০৮:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কারের পাশে থাকবে বিশ্বব্যাংক। এজন্য বাংলাদেশকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ আশ্বাস দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। 

এসময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তবর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বা প্রায় ৪২ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেয়ার ঘোষণা দেন অজয় রাঙ্গা।

সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারের জন্য ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

এরমধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। আর আগের ঋণ সহায়তা থেকে ১৮ হাজার কোটি টাকা দেয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে। বৈঠকে ড. ইউনূস তার নেয়ার সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান।

বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে বিশ্বব্যাংক ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার এই অর্থ বছরে দিতে পারবে।

অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। তিনি বলেন, অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও দেড় বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

এদিকে, উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। আধঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানান।

তিনি বলেন, অধ্যাপক ইউনূস চীনের পুরোনো বন্ধু। ২০০৬ সালে ড. ইউনূস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান তখন প্রথম তাকে অভিনন্দন জানিয়েছিল চীন।

এ ছাড়া প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা-ইউএসএইডের প্রশাসক মিজ সামান্থা পাওয়ার। তিনিও বাংলাদেশের আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

প্রধান উপদেষ্টার মুখপাত্র জানান, ড. মুহাম্মদ ইউনূসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বাংলাদেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিভিন্ন দেশের বিনিয়োগ ও আর্থিক সংস্থার এই সহায়তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি