ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ৮ অক্টোবর ২০২৪

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও এ বিষয়ে খোঁজ করেছি। কনফারমেশন (নিশ্চয়তা) কেউ দিতে পারেনি।

তিনি বলেন, মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে, উ‌নি আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা নিশ্চিত হতে পারিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপেই ভারত সাবেক প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে, এ বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমি বলতে পারব না আমেরিকাকেই জিজ্ঞেস করুন।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আদালত বললে তাকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে।
 
ব্রিফিংয়ে তিনি আরও জানান, ইতালি গমনেচ্ছুকদের জমাকৃত ভিসার আবেদনের মধ্যে ২০ হাজার আবেদন ডিসেম্বরের মধ্যে ইস্যুর করার চেষ্টা করছে দূতাবাস।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি