ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সেনাপ্রধানকে সরানো নিয়ে গুজব, কী বললেন আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ১২:০১, ৯ অক্টোবর ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ গুজব উঠে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে পরিবর্তন করতে চান প্রধান উপদেষ্টা ড. ইউনুস। বিষয়টি জেনে যাওয়ায় রাষ্ট্রীয় ভবন যমুনায় ড. ইউনূসকে ঘিরে রেখেছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে হাস্যরস করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ বুধবার (৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লেখেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’

এর আগে মঙ্গলবার রাতে প্রবাসী আইনজীবী মুফাসসিল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাস এবং ভিডিও বার্তার এ ধরণের পোস্ট দিলে তা খুব দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। 

তার পোস্টে কোন সোর্স উল্লেখ না করে তিনি বলেন, ‘আমি কখনও ভিত্তিহীন পোস্ট দেই না।’ 

এরপরেই সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পরে। শুরু হয় আলোচনা-সমালোচনা। 

ছড়িয়ে পড়া সরকারবিরোধী এমন গুজব নিয়ে হাস্যরস করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি