ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২২ অক্টোবর ২০২৪

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ দিন ধার্য করেন। 

আজ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। সকালে বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কাশেম, সাবেক মহাপরিচালক সৈয়দ আহমদ হাক্কানী, বাংলা গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবির আদালতে সাক্ষ্য দেন। এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য শেষ হয়েছে।

এদিন মামলার সাক্ষ্যগ্রহণের সময় ধার্য থাকলেও বেগম খালেদা জিয়ার আইনজীবী আদালতে হাজিরা দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণের পর সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করে দেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন ও হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি