ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৩:১৬, ২৩ অক্টোবর ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানতে পারবেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, কোনো কাউন্সিলর অব অ্যাডভাইজার যদি মিটিং করেন তাহলে আপনারা জানবেন। আগামীকাল সাপ্তাহিক মিটিং রয়েছে।

আইন উপদেষ্টার বক্তব্যে সরকার একমত পোষণ করেছে, তাহলে পরবর্তী ধাপ হিসেবে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের যে বৈঠক সেটি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে আমাদের সংলাপ চলছে। সামনে আরও দফায় দফায় মিটিং হবে। বিএনপির সঙ্গে আজকে যে মিটিং হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের একটা অংশ।

বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ও আল্টিমেটামের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমাদের অবস্থান তো আপনারা দেখছেন। যারা বিক্ষোভ করেছেন তাদের বঙ্গভবনের সামনে থেকে সরে যেতে বলা হয়েছে। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি