ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পিএসসিতে নতুন ৫ সদস্য নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৫, ৩১ অক্টোবর ২০২৪

বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন করে আরও পাঁচ সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়।

এর আগে, পিএসসি চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি আরও চার সদস্যকে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, জহিরুল ইসলাম ভূইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস এবং ড. এম সোহেল রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব নেয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত তারা কমিশনের সদস্য পদে থাকবেন।
 
এর আগে, গত ১০ অক্টোবর পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং ৪ সদস্য ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ এবং ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদারকে পিএসসির নতুন কমিশনের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি। 

১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে চেয়ারম্যান সোহরাব হোসেনসহ পিএসসির সদস্যরা পদত্যাগ করেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি