ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৪:১৫, ৪ নভেম্বর ২০২৪

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

রোববার (৪ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় গতরাত ১২টা ৫ মিনিটের সময় ভাটারা থানার প্রগতি স্মরণী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

তাপসের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। গানের আড়ালে দেশি-বিদেশি তারকা-শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী-কূটনৈতিক ও রাজনীতিবিদদের মনোরঞ্জনের জন্য। গুলশান-বনানীর বিভিন্ন এস্কর্ট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস। 

বিভিন্ন সময়ে ভুক্তভোগি নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘণিষ্টজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি