ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বজ্রসহ শিলাবৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ৬ নভেম্বর ২০২৪

রাজধানী ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বইয়ে যাওয়া হিমেল হাওয়া শরীর জুড়িয়েছে ঢাকাবাসীর। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে শুরু হওয়া বজ্রসহ বৃষ্টি রাত ৩টা পর্যন্ত অবিরত ঝরতে থাকে। 

এরআগে অন্যান্য দিনের মতো প্রায় সন্ধ্যা পর্যন্ত গরম আবহাওয়া অনুভব হচ্ছিল ঢাকায়। কিন্তু সন্ধ্যার শীতল দমকা হাওয়া নগরের আবহাওয়া পরিবর্তনের জানান দেয়। পরে রাত সাড়ে ১০টার পর একদফা বৃষ্টি ঝড়ে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮-১২ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। গত ২৪ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের বিভিন্নস্থানে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলার করিমপুর, নজরপুর, রায়পুরা উপজেলার চর আড়ালিয়াসহ কয়েকটি ইউনিয়নের বেশ কিছু অঞ্চলে ব্যাপক হারে শিলাবৃষ্টি হয়।

মশুলধারে শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানিয়েছেন সেখানখার কৃষকরা। তাছাড়া বিগত সময়ে এমন শিলাবৃষ্টি কারোই নজরে আসনি বলে জানিয়েছেন তারা। 

এরআগে, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে জানানো হয়,আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি