ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন ফারুকী

গুঞ্জনের ব্যাখ্যা নাকি পদত্যাগ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১৮ নভেম্বর ২০২৪ | আপডেট: ০৯:২০, ১৮ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে প্রশ্ন উঠেছে। নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন ফারুকী।

এই সাক্ষাৎ নিয়ে উৎসুক হয়ে উঠেছেন নানা মহলের মানুষ। কেউ কেউ বলছেন ফারুকী আজ প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগের কথা জানাবেন। আবার কেউ কেউ বলছেন না, তার বিরুদ্ধে যেসব গুঞ্জন উঠেছে তার ব্যাখ্যা দিবেন ফারুকী।

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গত ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বৈষম্যবিরোধ্য ছাত্র আন্দোলন থেকেও তার উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়। 

ফারুকীর বিগত দিনের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী সরকারের দোসর উল্লেখ করে অনেকে তার পদত্যাগ দাবি করেন। 

যদিও এসব সমালোচনার জবাবও দেন তিনি।  নিজের অবস্থান পরিষ্কার করে ফারুকী এক ফেসবুক পোস্ট করেন তিনি। এতে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে ডাহা মিথ্যা কথা বলে উল্লেখ করন। উপদেষ্টা হিসেবে তিনি নিজের কাজ উপভোগ করছেন বলে জানান বন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। 

এমন প্রেক্ষাপটে রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

শফিকুল আলম ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে ক্যাপশনে লেখেন, আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। আগামীকাল সোমবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। 

শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায়, সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি