ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চট্টগ্রামসহ চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৯:৪৯, ২৬ নভেম্বর ২০২৪

দেশের চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশনার হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

তারা হলেন- চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দনীন, সিলেট বিভাগে অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী, খুলনা বিভাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ফিরোজ সরকার, রাজশাহীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি