সংবিধান সংস্কার নিয়ে জনমত জরিপ ৫-১০ ডিসেম্বর
প্রকাশিত : ২১:৫৫, ৪ ডিসেম্বর ২০২৪
বিদ্যমান সংবিধানের সংস্কার নয়, সম্পূর্ণ নতুন সংবিধান প্রণয়ন নাগরিকদের মতামত জানতে জনমত জরিপ শুরু করছে সংবিধান সংস্কার কমিশন। আগামী বৃহস্পতিবার থেকে সারাদেশে এই জরিপ শুরু হবে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম. এম ফজলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের ৬৪ জেলায় এই জরিপ করবে। জরিপ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে গত ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়।
আরও বলা হয়, কমিশন অংশীজন, বিভিন্ন সংগঠন, ব্যক্তি, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় অব্যাহত রেখেছে। তাছাড়া কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামত নিয়েছে, এতে ৫০ হাজার ৫৭৩ জনের মতামত পাওয়া গেছে। কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও লিখিত মতামত গ্রহণ করেছে।
এসএস//
আরও পড়ুন