ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

সিএ প্রেস উইং ফ্যাক্টস

মার্কিন সাহায্য রিভিউ স্থগিত, ভুল শিরোনামে প্রচারিত হচ্ছে সংবাদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:১০, ২৬ জানুয়ারি ২০২৫

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে বিশ্বের সকল দেশের জন্য মার্কিন সাহায্য রিভিউ করার লক্ষ্যে ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। কিন্তু লক্ষ‍্য করা যাচ্ছে যে, বাংলাদেশের কিছু গণমাধ্যম শিরোনাম শুধু বাংলাদেশ শব্দটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে যা পাঠকদের বিভ্রান্ত করতে পারে।

এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে গণমাধ্যম সমুহের কাছে আরো স্পষ্টতা প্রত‍্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে  চীফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টস পেইজ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানানো হয়।

এর আগে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এ নির্দেশনা জারি করে চিঠি দেন ইউএসএইডের বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড বিষয় অ্যারন।

চিঠিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সকল প্রকল্প ও কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ রাখতে বলা হয়েছে।

চিঠিটির শিরোনাম, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ: যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার পুনঃমূল্যায়ন ও পুনঃ সামঞ্জস্যকরণ।’

চিঠিতে বলা হয়েছে, এই চিঠিটি ইউএসএইড-বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে। যাতে আপনার সংশ্লিষ্ট ইউএসএইড-বাংলাদেশ চুক্তি, কার্যাদেশ, অনুদান, সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা সরঞ্জাম অধীনে করা কোনো কাজ অবিলম্বে বন্ধ, থামানো বা স্থগিত করা হয়।

এতে অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে সেগুলোর ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব যুক্তিসংগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। চিঠিতে ইউএসএইডের অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধস্তনদের নির্দেশ নেওয়া হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি