ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেই রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় আটক রিকশাচালককে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে রিকশাচালককে নিয়ে বের হন উপদেষ্টা।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে মার্চ ফর খিলাফতের মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। এসময় তাদের সঙ্গে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে হিজবুত তাহরির সন্দেহে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে ওই রিকশাচালককে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।

রিকশাচালককে আটকের দৃশ্য তড়িৎগতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই তার মুক্তির দাবি করে ফেসবুকে পোস্ট দেন। সে দাবির মুখে ওই রিকশাচালককে মিন্টো রোডের ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বিকাল ৪টা ৪৬ মিনিটে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে যান এ উপদেষ্টা। এই বিষয়ে একটি তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করার কথা থাকলেও সেটি হয়নি। তাই এই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বেসরকারি একটি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, চিকিৎসার জন্য সে রিকশাচালককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি