ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একদিন ‘ম্যানেজ’ করলেই ঈদে বড় ছুটি সরকারি চাকরিজীবীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র মাহে রমজান মাস চলছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিনের ছুটি পাবেন। তবে কেউ যদি একদিন অতিরিক্ত ছুটি নিতে পারেন, তাহলে টানা নয় দিন পর্যন্ত ছুটি ভোগ করা সম্ভব হবে।

ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। সে হিসাবে ঈদের টানা পাঁচ দিন সরকারি ছুটির সঙ্গে আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মার্চের শেষ সপ্তাহ ও এপ্রিলের প্রথম সপ্তাহ যাবে ছুটির মধ্যে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী: ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।

ঈদের আগের দুই দিন (২৯ ও ৩০ মার্চ - শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন (১ ও ২ এপ্রিল - মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে টানা ৬ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা।

ছুটি মূলত শুরু হচ্ছে ২৬ মার্চ (বুধবার) স্বাধীনতা দিবসের দিন। এরপর ২৭ মার্চ (বৃহস্পতিবার) একদিন অফিস খোলা। ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটি।

এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে একদিন (৩ এপ্রিল, বৃহস্পতিবার) অফিস খোলার পর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি।

সেই হিসাবে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র দু’দিন অফিস খোলা। তবে ‘নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯’ অনুযায়ী, দুটি ছুটির মাঝখানে ছুটি নেওয়ার নিয়ম নেই। তাই মাঝখানের কর্মদিবসগুলোতে ছুটি নিয়ে কেউ চাইলেই টানা ছুটি নিতে পারবেন না।

তবে, যদি কোনো চাকরিজীবী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অতিরিক্ত একদিন ছুটি নিতে পারেন, তাহলে তিনি ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

একইভাবে কেউ শুধু ২৭ মার্চও ছুটি নিতে পারবে না, এ ক্ষেত্রে কেউ ২৬ ও ২৭ মার্চ দু’দিন ছুটি নিলে ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন ছুটি কাটাতে পারবেন।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। ফাঁকা হয়ে যাবে রাজধানী।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি