ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা থেকেই অস্ট্রেলিয়ার ভিসা পাবেন বাংলাদেশিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দিল্লি নয় এখন থেকে বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা আবেদন ও প্রসেসিং ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনের মাধ্যমে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানান অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নতুন এই ব্যবস্থা আজ থেকেই কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকায় ভিসা প্রসেসিং চালুর জন্য অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে, বাংলাদেশিদের অস্ট্রেলিয়ার ভিসা আবেদন ও প্রসেসিং নয়াদিল্লি থেকে করা হতো, যা এখন থেকে ঢাকায় সরাসরি সম্পন্ন হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি