ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তামিমের শারীরিক অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি যা জানালেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:০৩, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে বিকেএসপির পাশে বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে। 

তামিম ইকবালকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছে । এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে। তবে এখন অবস্থা উন্নতির দিকে।’

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান টাইগার তারকার সবশেষ হালনাগাদে জানিয়েছেন, তামিম ইকবাল একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরিভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে।

এর আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তামিম ইকবালকে। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুতই নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি