প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসির পরামর্শক কমিটি
প্রকাশিত : ১৪:৪১, ৯ এপ্রিল ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি পর্যালোচনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে ‘অ্যাডভাইজারি কমিটি’ (পরামর্শক কমিটি) করছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এই তিন পদ্ধতির দুর্বলতা কাটাতে কাজ করবে এই কমিটি।
আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।
তিনি বলেন, “তিনটি পদ্ধতির সফলতা ও দুর্বলতা বিশ্লেষণ করে কীভাবে দুর্বলতা কাটিয়ে তোলা যায়, সে লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি অ্যাডভাইজরি টিম গঠন করা হবে।”
এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বুয়েট, এমআইএসটি-সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। ওই কর্মশালায় অংশ নেওয়া বিশেষজ্ঞদের নিয়েই গঠিত হবে এই পরামর্শক কমিটি।
সংবাদ সম্মেলনে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমাদের হাতে যতটুকু সময় থাকবে, তার মধ্যেই বাস্তবায়নযোগ্য একটি সমন্বিত মডেল তৈরি করতে হবে। সময় না পেলে তা বাস্তবায়ন করাও কঠিন হয়ে পড়বে।”
প্রক্সি ভোটিং পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “সর্বোচ্চসংখ্যক প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করতে চাইলে প্রক্সি ভোটিং সবচেয়ে কার্যকর বিকল্প হতে পারে। তবে এই পদ্ধতির দুর্বলতাও রয়েছে। কর্মশালায় সেগুলোর পাশাপাশি এর সফলতাও তুলে ধরা হয়েছে। অনলাইন ও পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।”
তিনটি পদ্ধতির মধ্যে কোনো একটিকে আলাদা করে বেছে নেওয়ার পক্ষে নয় কমিশন। বরং, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সমন্বিত পদ্ধতিই বাস্তবসম্মত বলে মনে করছে ইসি। কমিশনার বলেন, “আমরা চেষ্টা করব, যদি সম্ভব হয়, তিনটি পদ্ধতিই একত্রে বাস্তবায়ন করতে।”
এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।
এমবি//
আরও পড়ুন