ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের ছুটি কাটাতে না কাটাতেই টানা ৪ দিন ছুটির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি কাটিয়ে সবে ফিরেছেন সরকারি কর্মচারীরা। সেই রেশ কাটত না কাটতেই আর চারদিনে ছুটির সুযোগ তাদের সামনে। তবে সে জন্য একদিনের ছুটি ম্যানেজ করতে হবে। আর তা পারলেই টানা আরও চারদিনের এই ছুটির স্বাদ নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা। 

আগামী সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সেদিন থাকবে সরকারি ছুটি। এর আগের দিন রোববার (১৩ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই উপভোগ করতে পারবেন এ ছুটি।

চলতি সপ্তাহে শুক্র ও শনিবার (১১ ও ১২ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার অফিস অফিস খোলা, তবে সেদিন ছুটি নিতে পারলে মিলবে টানা চার দিনের ছুটির সুখ।

উল্লেখ্য, এবারের ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মচারীরা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি