২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন
প্রকাশিত : ১৮:৩৬, ১৬ এপ্রিল ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে ২ জুন সোমবার। প্রতিবছর জুনের কোন এক বৃহস্পতিবার বাজেট ঘোষণা রেওয়াজ থাকলেও এবার তা ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। নতুন অর্থবছরের ঘোষিত বাজেট হতে পারে ৭ লাখ ৯০ থেকে ৯৫ হাজার কোটি টাকা।
সচিবালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।এবারের বাজেট হচ্ছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বাজেট।
ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই বাজেট ঘোষণা করা হবে। ঈদুল আজহার ছুটি শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে। এ কারণে ২ জুন ঘোষণা করা হবে নতুন বাজেট।
বাজেট ঘোষণার পরদিন রেওয়াজ অনুযায়ী বাজেট-উত্তর সংবাদ সম্মেলনও করবেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো এ তথ্য জানায়।
আসছে অর্থবছরে (২০২৫-২৬) জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৫ লাখ ১০ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরে রয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। যদিও অর্থবছরের ৯ মাস পেরিয়ে রাজস্ব আদায় হয়েছে মাত্র ২ লাখ ৫২ হাজার কোটি টাকা। বাকি ঘাটতি মেটাতে বৈদেশিক খাত থেকে ঋণ নেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার।
এসএস//
আরও পড়ুন