কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
প্রকাশিত : ১৯:১৭, ১৬ এপ্রিল ২০২৫

আগামী ২১ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৬ এপ্রিল) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে আগামী ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রমেঘ তৈরি হবে। এর প্রভাবে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সাথে দমকা হাওয়া এবং হঠাৎই কালবৈশাখীর তাণ্ডব ঘটবে। এসময় কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন