ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বিলুপ্ত চায় বিএনপিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কয়েকটি বিষয়ে একমত হয়েছে বিএনপি। ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে সংবিধানের ৮, ৯ ও ১০ অনুচ্ছেদ বিলুপ্তের বিষয়ে একমত হয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তা সাংবিধানিক ও আইনানুগভাবে হতে হবে। স্বাধীনভাবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিতে আর্টিকেল ৪৮- এর সাথে নতুন ধারা যুক্ত করার মতামত দিয়েছে বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘জরুরি অবস্থা জারি করতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল জড়িত রাখার ব্যাপারে বলা হয়েছে। এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কমিশন যুক্ত করার বিষয়ে আমরা কমিশনের সঙ্গে একমত হয়েছি। তবে রাষ্ট্র বলতে যা বোঝায় তাতে বিচার বিভাগকে যুক্ত করতে চায় কমিশন। রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকে যুক্ত করলে ভালো কিছু হবে না বলে মনে করি। এ ছাড়া রাষ্ট্রের নাম পরিবর্তনে একমত নয় বিএনপি।’

বিএনপির এই নেতা বলেন, ‘পরপর দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু একবার গ্যাপ দিয়ে দলের সিদ্ধান্তে হতে পারেবন। অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেয়ারটেকার সরকার প্রয়োজনীয়তা আছে বলে আমরা জানিয়েছি।’

এ ছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হয়েছে বিএনপি। নারী প্রার্থীদের নির্বাচনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি