ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ড. ইউনূসে মুগ্ধ হলিউড অভিনেতা ইদ্রিস এলবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হয়েছে জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রিস এলবার। কাতার সফরে সাক্ষাৎ হয় তাদের। সম্প্রতি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়েছে।

ভেরিফায়েড ওই পেজে দুটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে ইদ্রিস এলবার সঙ্গে করমর্দন করতে দেখা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। 

ইদ্রিস আকুনা এলবা একজন ব্রিটিশ অভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ এবং ডিজে। যিনি এইচবিও ধারাবাহিক দ্য অয়্যারে মাদক পাচারকারী স্ট্রিঙ্গার বেল, বিবিসি ধারাবাহিক লুথার-এ জন লুথার এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম (২০১৩) এ নেলসন ম্যান্ডেলা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

প্রধান উপদেষ্টা আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে কাতারের রাজধানী দোহায় আছেন। সম্মেলন অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। এবারের প্রতিপাদ্য, ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি