ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:০০, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২৪, ২০ মার্চ ২০১৬

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাঙ্গালোরের চিন্নস্বামী স্টেডিয়াামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। অনেক  প্রতিকূলতার মাঝেও অজিদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। আর প্রতিপক্ষের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না অজি দলপতি স্টিভেন স্মীথ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে তাসকিন ও সানির নিষিদ্ধ হওয়া । সানির বিষয়টি মানতে পারলেও দলের অধিনায়ক মানতে পারছেন না তাসকিনের বিষয়টি । তার মতে তাসকিনের প্রতি অবিচার করা হয়েছে । আর এই ঘটনায় দলের মনোবলের উপর প্রভাব পড়েছে বলে জানান টাইগার অধিনায়ক । সব মিলিয়ে পুরো ঘটনায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আবেগপ্রবন মাশরাফির কন্ঠে ছিলো অনেকটাই হতাশা। তবে সব বাধা পেরিয়ে দল জয়ের জন্যই মাঠে নামবে বলে জানান তিনি । এ ম্যাচে মুস্তাফিজ খেলবেন বলে নিশ্চিত করেন মাশরাফি । এছাড়া দলের সাথে যোগ দেওয়া সাকলায়েন সজীব ও শুভাগত হোম ও এদিন অনুশীলন করেছেন । এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু অস্ট্রেলিয়ারও।  পরিসংখ্যান আর শক্তির বিচারে বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে অজিরা। সব কিছু মিলিয়ে ম্যাচে পরিস্কার ফেভারিট অস্ট্রেলিয়া, তবে প্রতিপক্ষকে শক্তিশালী উল্লেখ করেছেন অজি দলপতি স্টিভেন স্মীথ। প্রথম ম্যাচের হারের ধাক্কা সামলে বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারায় রিতে চায় দল-। টি-টুয়েন্টিতে এর আগে দুই দলের তিন মোকাবেলায় তিনটিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি