ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আইনজীবী সমিতি নির্বাচন ২৩ ও ২৪ মার্চ

প্রকাশিত : ১৩:০০, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১৬, ২১ মার্চ ২০১৬

সুপ্রিমকোর্টকে রাজনীতি মুক্ত, বার ও বেঞ্চে সু-সমন্বয় এবং মামলা জট কমানোর প্রতিশ্র“তি দিলেন আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থিত সাদা ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীর। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যাস্ত তারা। আগামী ২৩ ও ২৪ মার্চের এ নির্বাচনে মুলত লড়াই হবে আওয়ামী ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে। মিছিল-স্লোগানে সরগরম আদালত পাড়া। নির্বাচনী প্রচারণায় উভয় প্যানেলই ব্যবহার করছে নানা কৌশল। আইনজীবীদের কল্যানে প্রতিশ্রুুতি দিচ্ছেন দুই প্যানেলের নেতারা। আওয়ামী লীগ সমথিত প্যালেন থেকে সভাপতি পদে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ হুসেন হুমায়ূন ও সম্পাদক পদে মো. আজহার উল্লাহ ভূইয়া নির্বাচন করছেন। নির্বাচিত হলে সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনকে সকল রাজনৈতিক কর্মকান্ড থেকে মুক্ত করে আইনজীবীদের কল্যানে কাজ করার প্রতিশ্রুতি দেন ইউসুফ হোসেন হুমায়ুন। বিএনপি সমথিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন।  আর সম্পাদক পদে হ্যাটট্রিক জয় পাওয়া এএম মাহবুব উদ্দিন খোকন আবারো প্রার্থী। বারের সভাপতি নির্বাচিত হলে মামলা জট কমাতে সুপ্রিমকোর্টে বেঞ্চ বাড়ানোর পাশাপাশি দক্ষ বিচারপতি নিয়োগ করার পরামর্শ দেন এই আইনজীবী। ২৩ ও ২৪ মার্চ, এ দু’দিন হবে ভোট।  দুটি প্যানেলসহ মোট ৩৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন। ভোটার মোট ৫ হাজার ২৬ জন ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি