ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী কাল, এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট

প্রকাশিত : ১৪:৪৫, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪৭, ২১ মার্চ ২০১৬

প্রথম দফায় সাত শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট হবে আগামীকাল। চেয়ারম্যান পদে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। এরইমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রচার প্রচারণার শেষ মুহুর্তেও রোববার মধ্যরাত পর্যন্ত প্রতিশ্র“তির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের কাছে যান প্রার্থীরা। বিভিন্নস্থানে বিচ্ছিন্ন কিছু হামলা ও প্রচারে বাধা দেয়ার ঘটনাও ঘটেছে গেলো কয়দিনে। প্রথম ধাপে মঙ্গলবার দেশের ৩৪ জেলার ৭২১ টি ইউনিয়ন পরিষদের  হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতাসহ নানা কারনে কয়েকটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। চেয়ারম্যান পদে এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। নোয়াখালীর উপকূলীয় দুই উপজেলা হাতিয়া ও সুবর্ণচরের ১৫টি ইউনিয়নে ব্যালট পেপার, বক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। ১৫১টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৩টি কেন্দ্রই ঝুঁকিপুর্ণ হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন। সিংক- মোহাম্মদ  মনির হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, নোয়াখালী কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়ন কার্যালয়ে নির্বাচনের যাবতীয় সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেয়া হয়েছে। সহিংসতা এড়াতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিং-মো. সাইফুল ইসলাম, উপজেলা রিটানিং অফিসার, দেবিদ্বার, কুমিল্লা কিশোরগঞ্জ সদরের ১১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী মালামাল পৌঁছানো হয়েছে। ১০২ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সিলেটে প্রথম দফা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। নির্বাচন সুষ্ঠু করতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে এরিমধ্যে উপজেলা নির্বাচন অফিসে ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে গেছে। বরিশালের ৭৪টি ইউনিয়নে ব্যালট পেপার, সিলমোহর, কালী ও ব্যালট বক্সসহ অন্যান্য সরঞ্জমাদি পৌঁছে দেয়া হচ্ছে। নির্বাচনে আইনশৃংখলা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিজিবি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে  ৯১ টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ২০টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সংশিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। মংলায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। ঝুকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম দফায় চেয়ারম্যানপদে প্রায় ৩ হাজার প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। এছাড়া সাধারণ সদস্য পদে প্রায় ২৬ হাজার ও সংরক্ষিত সদস্য পদে প্রায় সাড়ে সাত হাজার প্রার্থী হয়েছেন। ১ কোটি ১৯ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি