ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

লালন সাঁইয়ের আখড়া বাড়িতে বাউল উৎসব শুরু হচ্ছে আগামীকাল

প্রকাশিত : ১৪:৪৩, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪৩, ২১ মার্চ ২০১৬

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়িতে কাল শুরু হচ্ছে তিন দিনের বাউল উৎসব। মরা কালিগঙ্গা নদীর তীরের আখড়া বাড়িতে এখন সাজ সাজ রব। এরইমধ্যে উৎসবের সকল প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। গানে গানে শাইজি’র প্রতি শ্রদ্ধা শিষ্যদের। আর এর মধ্য দিয়েই ভাবের আদান-প্রদান। মরমি সাধক ফকির লালন সাঁই জীবদ্দসায় শিষ্যদের নিয়ে দোল পূর্ণিমায় ছেঁড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে রাতভর তত্ত্ব কথা আলোচনা ও গান বাজনা করতেন। তাঁর মৃত্যুর পর ভক্ত-শিষ্যরা এ দিনটিকে বিশেষভাবে পালন করে আসছেন বছরের পর বছর। উৎসবে যোগ দিতে এরইমধ্যে দেশের নানা প্রান্ত থেকে বাউল তীর্থভূমি ছেঁড়িয়ার আখড়া বাড়িতে ছুটে এসেছেন সাধু, বাউল ও ভক্তরা। দলে দলে ভাগ হয়ে দরদ ভরা গলায় গেয়ে চলেছেন সাইজির গান। কেউবা মেতে উঠেছেন গুরুবাদি বাউল ধর্মের তত্ব কথার আলোচনায়। লালনের অহিংসার বাণী ছড়িয়ে দিতেই উৎসবের সব আয়োজন। আত্মিক টানেই প্রতিবছর দলে দলে বাউলেরা ছুটে আসেন সাইজির আখড়ায়। ৩দিনের এ স্মরণোৎসবের সকল প্রস্তুতি এরইমধ্যেই শেষ করেছে লালন একাডেমি। উৎসব নির্বিঘœ করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছর ৫ দিনব্যাপী উৎসবের আয়োজন করা হলেও স্বাধীনতা দিবসের কারণে এবার হচ্ছে ৩ দিনের উৎসব। তবে শাইজির প্রতি শ্রদ্ধা জানাতে ঘাটতি নেই শিষ্য-ভক্তদের আয়োজনে।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি