ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সুপেয় পানির সংকটে অচিরেই পরবে দেশ আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৫:২৭, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৬, ২১ মার্চ ২০১৬

নগরায়নের অজুহাতে দখল হয়ে যাচ্ছে নদী, কমছে ধারণ ক্ষমতা সেই সাথে বাড়ছে দূষন। একদিকে যখন পানির প্রধান উৎসের এই অবস্থা অন্যদিকে তখন গভীর নলকূপ দিয়ে পানি সংগ্রহে ভূ গর্ভস্থ পানির স্তরও নামছে নিচে। দূষিত অনেক নদী থেকেও আর সম্ভব হচ্ছে না পানি পরিশোধন। এমন তথ্য বিশেষজ্ঞদের আর তাদের আশঙ্কা অচিরেই সুপেয় পানির সংকটে পরবে দেশ। নদীমাতৃক দেশ বাংলাদেশ আর বিশ্বের অন্যান্য দেশের মতোই এ দেশেও নদীকে ঘিরে শুরু হয় নগরায়ন। কিন্তু অভাব শুধু পরিকল্পনায়! সম্পূর্ণ অপরিকল্পনার আর অবৈধ দখলের গ্রাসে নদী হারাচ্ছে তার আয়তন। নিজ গতিতে তার চলাচলে আজ হাজারো বাঁধা, ভারী তার বুক কল-কারখানার আবর্জনায়। বঞ্চিত হচ্ছে নদীর ঐতিহাসিক অধিকার। নদীর পানি হারিয়েছে তার স্বাভাবিক প্রাকৃতিক মান, হয়ে গেছে পরিশোধনের অযোগ্য তাই চাপ বাড়ছে মাটির নিচের পানির আধারের দিকেই। কিন্তু জলবায়ু পরিবর্তনের কম বৃষ্টিপাত আর স্যালাইন পানির সংমিশ্রনের আশঙ্কাও হুমকি হয়ে দাড়িয়েছে এখন। বিশেজ্ঞদের মত অচিরেই পানীয় সংকটে পরবে দেশ। কিন্তু এর শেষ কোথায়? বিশেষজ্ঞদের প্রেসক্রিপশনে নদীকে দখল ও দূষণ মুক্ত করারই পরামশর্। সেই সাথে সচেতনতা বৃদ্ধি আর আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়ার কথা বললেন তারা। সবকিছুর পরও কঠোর হবে সরকার, গড়ে উঠবে সামাজিক প্রতিরোধও এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি