দেশব্যাপী কম্পিউটার সামগ্রী ও ইন্সটলেশন প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড
প্রকাশিত : ১৮:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৬
স্ট্রেন্থনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রোজেক্ট এসজিএমপি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কম্পিউটার সামগ্রী ও ইন্সটলেশন প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সভাকক্ষে এগুলো দেয়া হয়। দেশব্যাপী মাঠপর্যায়ের ৬৪৯টি আয়কর সার্কেল অফিসে এগুলো প্রদান করা হয়। ডিজিটাল এনবিআরকে গড়ে তুলতে এবং কর বিভাগকে একটি পূর্নাঙ্গ, স্বয়ংসম্পুর্ন ও আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এ প্রদক্ষেপ নেয় হয়েছে বলে জানিয়েছেন আর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০১৬ সালের জুলাই মাস থেকে করদাতারা ঘরে বসে অনলাইনে তাদের আয়কর রিটার্ন প্রদান ও প্রাপ্তি স্বীকার পাবেন। তাছাড়া কর বিভাগের সচ্চতা ও জবাব দিহিতারও সুযগ থাকছে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও আয়কর বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন