ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ব্রাজিলের ফুটবলার রোনালদোর জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:১৯, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৯, ২১ মার্চ ২০১৬

রোনালদো ডি মরিরা ব্রাজিলের সাবেক ফুটবল তারকা। বর্তমানে  খেলেন বিভিন্ন ক্লাবে। ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাখো ভক্ত সমর্থকের মন। তাঁর জন্ম ১৯৮০ সালে ২১শে মার্চ ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে জন্মগ্রহন করেন তিনি। রোনালদো ডি মরিরার ৩৬তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম রোনালদো ডি মরিরা। তবে, সবার কাছে রোনালদিনহো নামেই বেশি পরিচিত এই খ্যাতি মান ফুটবল তারকা। মাত্র আট বছর বয়সেই ফুটবলের দক্ষতার প্রমাণ দেন তিনি। আর যুব ক্যারিয়ারে ক্লাবে খেলেন দলের সর্ব কম বয়সী খেলোয়াড় হিসেবে। ক্যারিয়ারের প্রথম খেলা শুরু করেন গ্রেমিও ক্লাবের জার্সি গায়ে। এই ক্লাবে খেলেন ১৯৮৭ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত। পরে এই ক্লাবের হয়েই বয়সভিত্তিক খেলা শুরু করেন তিনি। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মাঠে নামেন পিএসজির হয়ে। এরপর চলে যান বার্সেলোনা ক্লাবে। বার্সার জার্সি গায়ে খেলেন ২০০৮ সাল পর্যন্ত। পাঁচ মৌসুমে ১৪৫টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৭০টি। ২০০৮ সালে নতুন করে যোগ দেন এসি মিলান ক্লাবে। এই ক্লাবে ২০১১ সাল পর্যন্ত খেলেন তিন মৌসুম। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০১১ সালে যোগদেন ফ্লামেনগো ক্লাবে। এই ক্লাবে এক মৌসুম খেলে চলে যান অ্যালেটিকো মিনেরো ক্লাবে। এই ক্লাবের জার্সি গায়ে খেলেন ২০১৪ সাল পর্যন্ত। আর ২০১৫ সালে ফ্লুমিনেন্স ক্লাবের হয়েই অবসরে যান তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন রোনালদিনহো। খেলেন ব্রাজিল অনর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলে। ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন ব্রাজিলের জাতীয় দলে।  জাতীয় দলের জার্সিতে ৯৭টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৩৩টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি