ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা জিরি নোভাকের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:৪৬, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৬, ২২ মার্চ ২০১৬

জিরি নোভাক চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা। ১৯৭৫ সালে আজকের এই দিনে চেক প্রজাতন্ত্রের গোটওয়ালডোভ শহরে জন্মগ্রহন করেন তিনি। জিরি নোভাকের ৪২তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু ঘটনা। দর্শক ও সহকর্মীদের কাছে জিরি নোভাক নামেই পরিচিত এই টেনিস তারকা। নোভাক ক্যারিয়ারে গ্রান্ড স্লাম, টেনিস মার্স্টাস কাপ, এটিপি মার্স্টাস সিরিজ, এটিপি ইন্টারন্যাশনাল সিরিজ গোল্ড ও এপিটি টুরে এককভাবে শিরোপা জিতেন। ১৯৯৯ সালে ক্যারিয়ারের অভিষেক টুর্নামেন্ট দৈতভাবে টুর ফাইনলসের রানার্স রাউন্ডে উঠেন তিনি। ১৯৯৬ সালের ১৪ই জানুয়ারী অকল্যান্ড টুর্নামেন্টে ব্রেট স্টীভেনকে হারিয়ে শিরোপা জিতেন তিনি। নোভাক ২০০২ সালে এটিপি রেঙ্কিংয়ের তালিকায় নিজেকে ৫ নম্বরে নিয়ে আসের তিনি। এটিই ছিলো তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ রেঙ্কিং। গ্রান্ড স্লাম এককে অস্ট্রেলিয়ান ওপেনে ২০০২ সালে খেলেন সেমিফাইনাল। ২০০৩ সালে ফ্রেঞ্চ ওপেনের হয়েছেন রানারর্স আপ। এছাড়া, ১৯৯৯, ২০০২ ও ২০০৬ সালে খেলেন ইউএস ওপেন। আর ২০০২ সালে টুর ফাইনালস ও ২০০৪ সালে খেলেন অলিম্পিক গেমস। নোভাক টেনিস ক্যারিয়ারের এককের পাশাপাশি দৈতভাবেও সফলতা পেয়েছেন তিনি। ২০০০ সালে কোয়ালিফাই রাউন্ডে উঠেন অস্ট্রেলিয়া ওপেন ও ফ্রেঞ্চ ওপেন খেলে। আর ২০০২ সালে উইএস ওপেন খেলে উঠেন ফাইনালে। ১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলে অস্ট্রেলিয়ান ওপেনে সফলতা পেয়েছেন ১৩ বার। ২০০২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেন তিনি। ক্যারিয়ারে টাইটেল জিতেন ৭ বার। আর ২০০৭ সালে খেলা থেকে ইতি টানেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি