ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

প্রথম দফায় অনুষ্ঠিত ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত : ০৯:২২, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১০:৩২, ২৩ মার্চ ২০১৬

প্রথম দফায় অনুষ্ঠিত ৭১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী হয়েছেন ৫৩১টিতে, ধানের শীষ ৪০টি আর বিদ্রোহী প্রার্থী ও অন্যান্য দল থেকে বিজয়ী হয়েছেন ১০৩জন। সংঘর্ষের কারনে ফলাফল ঘোষনা স্থগিত করা হয় কয়েকটি ইউনিয়ন পরিষদে। বেসরকারীভাবে ফলাফল ঘোষনার পরই উল্লাসে মেতে উঠেন বিজয়ী দলের সমর্থকেরা। ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৫জন। ঢাকার দোহারে ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ২জন। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৩টিতে। কিশোরগঞ্জে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৭জন। ধানের শীষ প্রতীকে ২জন ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ১টিতে। নেত্রকোনায় নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৪জন। মাদারীপুরে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন ৬জন। মুন্সিগঞ্জে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন ৯জন। ময়মনসিংহে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৪জন। ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন ৪জন আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ১টিতে। শেরপুরে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৮জন। ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন ১জন। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ১টিতে। জামালপুরে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ১জন। খুলনা বিভাগের খুলনাতে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৪৭জন। ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন ৪জন আর এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ১৫টিতে। কুষ্টিয়ায় নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৭জন। অন্যান্য দল বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৪টিতে। ঝিনাইদহে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৫জন। যশোরে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ১১জন। ধানের শীষ প্রতীকে ৩জন ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ২টিতে। বাঘেরহাটে নৌকা প্রতীকে ৭৪জন আ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৩টিতে। সাতক্ষীরায় নৌকা প্রতীকে ৪৯জন, ধানের শীষে ৭জন ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ১৬টিতে। বরিশাল বিভাগের বরিশালে নৌকা প্রতীকে ৬২জন আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৬টিতে। ঝালকাঠিতে নৌকা প্রতীকে ২৭জন ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ২টিতে। পিরোজপুরে নৌকা প্রতীকে ২৮জন, ধানের শীষে ১জন ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৯টিতে। পটুয়াখালীতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৩৯জন, বিএনপির ১জন এবং স্বতন্ত্র থেকে ৮ জন জয়ী হয়েছেন। বরগুনায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের ২৫ জন, বিএনপি ১জন এবং স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন ৮টি ইউনিয়নে। ভোলায় নৌকা প্রতীক নিয়ে ৩৫ জন, ও  স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ১টিতে। রংপুর বিভাগের রংপুরে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ১জন। দিনাজপুরে আওয়ামীলীগের ৩জন, বিএনপি ৩জন ও স্বতন্ত্র থেকে একজন জয়ী হয়েছেন। পঞ্চগড়ে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ২জন। ধানের শীষে ২জন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৩ জন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ১জন। লক্ষীপুরে আওয়ামী লীগ জিতেছে ৬টি তে। কক্সবাজারে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৭জন। বিএনপির ৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৩ জন। কুমিল্লায় আওয়ামী লীগ জিতেছে ১০টিতে, বিএনপি একটিতে এবং একটি ইউনিয়নে জিতেছে স্বতন্ত্র প্রার্থী। নোয়াখালীতে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ১১জন। এছাড়া ৪টি ইউনিয়নে জয়ী হয়েছ্ধেসঢ়;ন স্বতন্ত্র প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সিলেট বিভাগের সিলেটে আওয়ামীলীগের ৩জন, বিএনপির ২জন আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৩ জন। পাবনায় নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ৯জন। বগুড়ায় চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামীলীগের ৬জন। বিএনপির ২ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৩ জন। সিরাজগঞ্জের ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ২টিতে এবং একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি