ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত : ১৩:২২, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:২২, ২৩ মার্চ ২০১৬

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাঙ্গালোরের চিন্নস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। আগের দুই ম্যাচ হারলেও ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ-সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অল-রাউন্ডার সাকিব আল হাসান। আর বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানছেন ভারতীয় পেইসার আশিষ নেহরা। ভারতের ব্যাঙ্গালোর থেকে বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। সুপার টেনে দুই ম্যাচে হারের পর বিধ্বস্ত এক বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের । আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে লড়াই করলেও দল যে মানসিক ভাবে বিপর্যস্ত সেটা ছিল পরিস্কার ।  এই অবস্থা কাটিয়ে উঠতে হলে যে কোন মুল্যো অন্তত একটি ম্যাচে জয় চাই বাংলাদেশের । এ ম্যাচে ভারত পরিস্কার ফেভারিট হলেও বাংলাদেশ ছাড় দেয়ার পাত্র । কঠিন লড়াইয়ের আভাস বাংলাদেশ শিবিরে । ওপেনার তামিমের খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয় । এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হয় ভারতের। পরের ম্যাচে অবশ্য চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুন জয়ে সাফল্যের কক্ষপথে ফেরে স্বাগতিকরা। শেষ চারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশকে হারাতে সর্বশক্তি দিয়েই লড়বে ভারত । টি-টুয়েন্টিতে এর আগে দুই দলের চার লড়াইয়ে চারটিতেই জয় ভারতের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি