ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জমে উঠেছে অমর একুশে বইমেলা

প্রকাশিত : ২৩:৫৩, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:৫৩, ২ ফেব্রুয়ারি ২০১৬

জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলার দ্বিতীয় দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও, গল্প, উপন্যাস ও কবিতাসহ নতুন ৭টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বই প্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান। কয়েক স্তরের নিরাপত্তায় খুশী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড় থেকে বইমেলার গেট পর্যন্ত মানুষের কমবেশি জটলা ছিলো দুপুর থেকেই। ভাষার এই মাসে বাঙালি চেতনায় উজ্জীবিত হাজারো মানুষের ভিড়ে প্রাণের মেলা পরিনত হয় মিলনমেলায়। দর্শনার্থীদের অনেকেই মেলায় ঘুরতে এসেছেন, প্রিয় লেখকের বইও কিনেছেন কেউ কেউ। দিনে দিনে মেলা আরো মুখর হয়ে উঠবে বইপ্রেমীদের পদচারণায়, এমনটাই প্রত্যাশা লেখক-প্রকাশকদের। এদিকে মেলায় প্রথমবারের মতো সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি গণমাধ্যম সম্পর্কে ধারণা দিতে স্টল নিয়েছে। এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি