ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে

প্রকাশিত : ১৫:১৫, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:১৫, ২৪ মার্চ ২০১৬

দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। বৃহস্পতিবারও সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৬টি, কমেছে ১২৯টির, আর ৫১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩২৯ কোটি ৭১ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১০ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৩৭০ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১০টির, আর ৪২টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি